জামাই এলেন
মিষ্টি হাতে
শ্বশুর মশাই
বাজারেতে
ইলিশ এর
গাঁয়ে সোনা
চিংড়ীতেও
হাত দেওয়া যায়না
শেষে পাঠাঁই
নিয়ে আসেন
গরমেতে ঘেমেনেয়ে
শ্বাশুড়ির রান্না খেয়ে
জব্বর ঢেকুর তোলেন
জামাই এর
মিষ্টিপাতে
শ্বশুরের পকেট ফাটে
জামাই এর জামদানী
দেখিয়ে বেড়ান
শ্বাশুড়ি ঠাকুড়ানি
বাড়ী ফিরে
মায়ের কোলে
নালিশ জানায়
শুক্তোর ঝোলে
আহাহা বাছা আমার
দরকার নেই আর
জামাই হবার


আজীবন শুকনো ব্যাছন থাক