ছোটোবেলায় বলতেম মা
খাব না আমি ,,খিদে আমার নেই
ওমনি তুমি পিছু নিতে খাবার হাতে নিয়ে
আমি বলতেম আমার খিদে ,,তোমার কেন জ্বালা??
বলতে তুমি মা হলেই বুঝবি ওরে কীসের এত জ্বালা


এখন আমি বুঝতে পারি
মা হয়েছি আমি
বুঝতে পারি তোমার জ্বালা কতটা ছিল দামি
সেদিনটা যে ফিরবে না আর ,,ছোট্টো ছিলেম আমি


একা বসে থাকলে পরে
ছুটে এসে সঙ্গ দিতে আদর মাখা ছোয়া দিতে
বলতেম আমি "একলা থাকতে দাও"
জড়িয়ে ধরে বলতে তুমি "আমি থাকতে একলা কেন তুই?"


এখন আমি বুঝতে পারি
মেয়েটাকে একলা কভু নাহি ছাড়ি
শুধু মাঝে মাঝে একলা আমি রয়ে য়াই
বলো তো মা তোমার সেই
মা মা গন্ধ কোথায় গেলে পাই....??