প্রভাতে ঘুম ভাঙতেই
জলখাবার হাতে
মায়ের স্নেহমাখা


বাবার অফিস
সকাল ১০টা
নাভিশ্বাস ব্যস্ততা


সারাজীবন গেল কেটে
হিসাব কলা টা
চাল আর মুলো টা


অবসরেও সেলাই তাপ্তি
সংসারের ফাঁকিটা
মা শুধুই ঘড়ির কাঁটা


চলতে ফিরতে
মায়ের আঙুল
সঠিক দিশার পথে


যখন তখন
মায়ের আচঁল
মুখ লুকাই সুখে-দুঃখে


আজ বছর দশেক
হাতরে বেড়াই
মা মা মা বলে


পথ যে হারাই
এদিক ওদিক
ও মা একটিবার নাও কোলে