যখন হৃদয় বেয়ে কান্না ওঠে
ভাবি বিছানার চাদরটার দোষ
বদলে ফেলি নিমেষে

তারপরেও চোখ ভিজে উঠলে
ভাবি পোশাকটার রংটাই দোষি
বারবার পোশাক বদলাতে থাকি

তবুও অঝোরে যখন ঝরে অশ্রু
হাহাকার ওঠে ভাবনায়
হাতড়ে বেড়াই অচেনা দোষী কে

শেষে অশ্রুভেজা শুকিয়ে আসা
দাগময় গালে বেশ করে পাউডার মাখি
আর আয়নায় দেখি দাগ ঢেকেছে কি ????