প্রেম কী যাঁচিলে মেলে ?
আপনি উদয় হয় শুভযোগ এলে
প্রেমে ডুবি প্রেম প্রেম খেলে


প্রেম আর মামলা সময় নিয়ে খেলতে হয়
খেলাতে হয়
চোখে চোখ রেখে মনের(সত্যের) গভীরে যেতে হয়
গভীরে যেতে  যেতে তল খুঁজে পেতে হয়


সোজা তাকিয়ে থাকতে হবে পাওয়ারফুল দৃষ্টিতে
বিবেকানন্দের মূর্তির চোখের মত
প্রথমে চোখে চোখ সইয়ে,,তারপর তাকাও হাসির মত


অনেকটা দেওয়ালে পেরেক ঠোকার মত
প্রথমে ঠুকঠুক পরে ঠকাস ঠকাস
মনে রাখবে প্রেমে তেলচিটে চুল এক পরিহাস


চুল থাকবে ফুরফুরে
তো মন হবে ফুরফুরে
প্রেম মাখো মাখো হবে ফুলেফুলে


প্রেম আর ব্যবসায় একটা ইনভেসমেন্ট দিতে হয়
নিজেকে দেখাতে হবে স্মার্ট এবং হ্যান্ডসাম
মুখ খুললেই ভাব আর ভাষার গ্যাঁজলা বুজবুজ করে বেরতে হবে


তবে প্রেমে হোচঁট ও আছে
ইনসিওরেন্সের মত প্রিমিয়াম ল্যাপস হতেই পারে
ছ্যাাঁকা খেয়ে খেয়েই তো পাকা প্রেম পাবে


তবে আর কী জয় মা বলে ঝাঁপ মারো আগুনে
হয় হিরো নয়তো মন লাগাও ভিলেন
প্রেমে ফেলো ত্রিনয়নে



(পুজোর আগে প্রেমে পড়ার কিছু টিপস্)