(১)
কত কথার বিলাপ
চকলেটের লাল মোড়োকে
বন্দী হয়ে  জমাট বাঁধে

(২)
কত কত আবেগ
শব্দের অভাবে হয়
সিগারেটের ধোঁয়ার উর্ধ্বগামী রিং

(৩)
কত কত অজানা সম্পর্ক
কথকতার জালে হাঁসফাঁস
আশ্রয়হীন সমাজের আড়ালে