আমি সেই কন্যা
যে জন্মলগ্নে কন্যা বলে অবহেলিত
কন্যাসন্তানের জন্মলগ্নে আত্মজার কান্না শুনে
চোখের জলে অবহেলার প্রকাশ
ইতিহাসের পুনরাবৃত্তি করি


আমি সেই মা
যে একলা নারী ঘরের চৌকাঠ লক্ষণরেখা
দিদির সঙ্গে ছোটভাইকে পুরুষভরসা প্রেরণ করে
আত্মতুষ্টিতে ভাতঘুম দিয়ে
নারীস্বাধীনতার পুনরাবৃতি করি


আমি সেই শ্বাশুড়ি
নববধুর বেশে বলদের ঘানি টেনে অভস্ত
পুত্রবধুকে বলদের খোয়ারে টেনে এনে
গিন্নীসুখে দাপট দেখিয়ে
গতিশীল সামাজিকতার পুনরাবৃতি করি


আসলে আমি সেই নারী
স্বাধীনতা ধ্বজা উড়িয়ে
পেছনের আঁচলে গিঁট বেঁধে
সমান অধিকারের দাবী করি