জীবন খরচ করে চলেছি
খরচের সুশৃঙ্খল না রেখে

দুঃখ লাঘব করতে মুক্তি চাইছি
চিন্তার গতি বেড়ে আগুণে পেয়েছি মুক্তি

কিন্তু আগুণের জ্বালা থেকে মুক্তি হল কই ???