পা টিপে টিপে জীবনের বয়স
বেড়ে স্ফুর্তিহীন পয়ঁত্রিশ
নিথর গাম্ভীর্য্য ,পরিমিত বাক্য
আর মানায় স্বর ফিসফিস


ইচ্ছেমতন মনকে ছড়িয়ে
রুপকথার রাজকন্যার স্হানে
কল্পনার রাশ ছেড়ে দিয়ে
ফিরে আসতে হয় হতাশ্বাসে


আসতে হয় পৃথিবীর মাটিতে
দৃষ্টিশক্তির ওপর আস্হা রেখে
অদৃশ্য বস্ত্তকে অস্তিত্বহীন বোধে
চিন্তাশক্তিকে রহস্যের অবগুন্ঠনে ঢেকে


কারন এ বয়সে বাড়ে ভয়
অকল্যাণের ভয়,বিপদের ভয়
হারাবার ভয়, নিশ্চিন্ত জীবন
হাতছাড়া হয়ে যাবার ভয়


তাই মধ্যবয়স ঘুরে বেড়ায়
সিঁড়িতে বারান্দায়, বিছানায়
বৈচিত্রহীন গতানুগতিক
মহাকালের মৃদুমন্হর ঘড়ির কাঁটায়