অলীক
তার থেকে যতই নিজেকে বিমুক্ত করতে চাই
সে বাতাসে ভেসে প্রবেশ করে আত্মায়
অলীকের আহবাণে নিজেকে রোখা দায়
তার পৌরষ আজও দিশেহারা করে বেড়ায়


অলীক
অলীকের খাড়া নাক,দীপ্ত চোখ,,মাখনলিপ্ত বরণ,,লম্বাটে মুখখানি
তার ভেতরের যৌবণ,ঝলমলে প্রাণ,
আমি চলে এসেছিলেম সেই দীপ্তি এড়াতে
অলীক চলে যেতে দেয় নি,,মরতে মরতে বাচিঁয়ে রেখেছিল


অলীক
অলীক নেশা ধরায় সমুদ্রের জলের মতো
লিকার নীল জিন হুইস্কির মতো
অলীক আজও নেশা ধরায়
আজও অলীকের মাঝে গোটা সমুদ্র হারায়