লোকে কয় আমি কৃষ্ণ কলঙ্কিনী
সখী সেই গরবে আমি গরবিনী
লোকে কয় সে আমার গলার মালা,,ঠোটেঁর হাসি
আমি কই সখী সে যে আমার গলার ফাসিঁ


সে আমার মনের আলো,,ধ্যানেই সোজা
আসলে সে বেজায় বাকাঁ
বদ্ধ দ্বার মত্ত হাতি খুলতে কি আর পারে?
আগল যদি খোলা তবে অপেক্ষা কিসের তরে??


তাইতো ভজি নাম তারি
তারেই আকিঁ অঙ্গে যতন করি
আমি কৃঞ্চ কলঙ্কিনী
তারি নামের কলঙ্কে আমি গরবিনী