(১)


হঠাৎ ট্রেন চলে যাওয়ার
সাংকেতিক ধ্বনি কানে এল
বিরাট দেহের সরীসৃপ
তার সুদীর্ঘ লাঙুলটা যেন
গোটানো ফিতে খুলে
দুরে আরও দুরে চলে গেল
বলে যেতে যেতে
"সব শেষ,সব শেষ"


(২)


দূরত্বের ব্যবধানে
দৃশ্যমান থেকে অদৃশ্য হতে হতে
স্হিরপল্লব চোখ দুটি
স্তিমিত শৈত্য মনটাকে
অনুচ্চারিত ভাষায়
প্রেম নিবেদন করে গেল
তবু দুরত্বের ব্যবধানে
মনের দুরত্বের বেড়েই গেল


(৩)
হৃদয়ের ঘটনা
পর্যায়ক্রম মানে না
মানলে বিপর্যয় ঘটে না
কাব্য যতই রুঢ় বাস্তবিক হোক
প্রেমকে দেহের দরবারে আশ্রয় দিলে
চিত্ত ক্রমশ হয় ওঠে বিমুখ
আত্মা চায় আত্মার সাথে
আত্মার যোগাযোগ