রিয়া কিন্তু ভীষণ জ্বালাচ্ছে তাকে
হুকুম করছে এক কাপ চা কর
বৃষ্টি ভেজা দুপুরে ভেজাবো ঠোটঁ


জালাচ্ছে কিন্তু রিয়া ভীষণ তাকে
বলছে দরজা খুলে দাও
এক আকাশ আলো আসুক
মেঘ বৃষ্টি ভাই বোন হয়ে যাক


আজও রিয়া ভীষণ জ্বালাচ্ছে তাকে
চিৎকার করে বলছে
দুরন্ত বাইক এ চরে মেদ ঝরা প্রেম নিয়ে এস
দুঃখ-কষ্ট সব কাচেঁর মতো ভেঙে যাক


রিয়া যে তাকে ঘুমতেই দিচ্ছে না
সুরসুরি দিয়ে চাইছে
এক ট্রাক ভর্তি কুয়াশা নিয়ে এস
অদেখা চিরকুট ধুয়ে মুছে ফেলি


রিয়া এখনো জ্বালাচ্ছে তাকে
আর সে জ্বলতে জ্বলতে জোতির্ময় হয়ে উঠছে
রিয়া জালাচ্ছে তাকে