আমরা কি পাগল ??
না কি যাদের কেবল
চক্ষুলজ্জা সম্বল ,তারা পাগল ??


জীবনপাতা খুলে বাচাঁ কি পাগলামি??
না কি কিল খেয়ে কিল চুরি করে
নিঃশব্দে চোরের মার খাওয়া পাগলামি ??


অভ্যস্ত জীবনের যবনিকা ছিঁড়ে নিজেকে
আবিস্কার করা কি এতই পাগলামি ?
না কি ঘন্টা,মিনিট,সেকেন্ড নির্ভুল অভ্যাসের
জীবন যাপন এর নাম পাগলামি ??


আপন বিষন্নতায় আজীবন ডুবে থাকা
কি পাগলামি নয় ??
না কি অতৃপ্ত আত্মা বৃহদের আশায়
সমস্ত গন্ডী অতিক্রম করাটাই পাগলামি ??


আসলে ব্যতিক্রম মানেই পাগল
কিন্তু ব্যতিক্রমি কারা ???