দিন নিভে গেলেই রাত
বৈমাত্রিক অনুভব
জমে জমে পাললিক শিলা
ঘরের পালঙ্কে নিশ্চুপ কলঙ্কিত সময়
রেখে যায় তার বীজ
ঠোঁটে আলতো ছোয়াঁ ঠোটঁ
নিমেষে মগজ ছিঁড়ে
উড়ে যায় বন্দী পাখি
নিখোঁজ নিয়তি ভেবে
তুলে রাখি রাতের ঘোর