হেঁটে চলেছি, হেঁটেই চলেছি
কোথায় যে যেতে চাই
তৃপ্তি-অতৃপ্তি,,সুখ-দুঃখ
দড়ির মত পাকে পাকে জড়িয়ে যাচ্ছি
লোভ-লালসার শুড় নেড়ে ভোগ বস্তু খুঁজছি


হেঁটে চলেছি, হেঁটেই চলেছি
স্পষ্ট-অস্পষ্টের দোলায় দুলছি
ন্যায়-অন্যায় এর শিঁড়িভাঙা অংকে
গোজামিল ধাপে ধাপে
শেষে উত্তর মিলিয়ে চলেছি


হেঁটে চলেছি, হেঁটেই চলেছি
ঠিক যতটা ওপরে উঠেছি
তার ঢের নীচে নেমে যাচ্ছি
পিচ্ছিল কর্দমাক্ত পথে
আমি আজও হেঁটে চলেছি