জীবাশ্মের মত
দুর্বোধ্য হতে হতে
একদিন বিলীন হয়ে যাবো


নীল সাগরের মত
গভীর থেকে আরও গভীরে
নিজেকে ডুবিয়ে দেবো


ঝড়ের দৃশ্যাবলীর মত
স্হির হতে হতে
একদিন বাষ্প হয়ে যাবো


অভিমানের চাপা আবেগ
লুকোতে লুকোতে একদিন
অভ্যাসের রাতগুলি বদলে নেবো


বার বার বন্ধ দরজায়
কড়া নাড়তে নাড়তে
একদিন বাহির হতে আগল তুলে দেবো


প্রানহীন মুদ্রাদোষের মত
একদিন মুদ্রাগুলো
অচল হয়ে যাবে


কিছু কিছু সমাপ্তি
এভাবেই শেষ হতে হতে
ঈশ্বরের অজান্তেই শেষ হয়ে যায়