পাশের খোলা জানালা দিয়ে
মনকে পাঠালাম নির্বাসনে
চেনা মন চেনা মুখ ভুলে যাও
যাও অজানার সন্ধানে


ডাকছে আকাশ ডাকছে বাতাস
ডাকছে ঝাঁকে ঝাঁকে বলাকা
নীল আকাশটা দেয় হাতছানি হারিয়ে যাবার
কতশত পিছুটান পালাবার পথ আটকা


আকাশের গায়ে ছুড়ে দিই
একমুঠো অনুভুতি স্বাধীনতার
সবুজ ধমনী বেয়ে চলে নিষিদ্ধ আবেগ
গোপণে খোজেঁ পথ শৃঙ্খল ভাঙ্গিবার


বিষাক্ত সবুজ মিথ্যা বন্ধন
আজ নিজেকে যেন মুখ ভ্যাঞ্চায়
সেই নীল হয়ে যাওয়া শীতল পাথর ডোরগুলি
বারে বারে পিছু হতে পথ আটকায়


স্মৃতির অলিতে গলিতে
চালিয়ে স্বাধীনতার ব্লেড
তবুও পথ খোলা থাকছে না
থাকছে নাখোলা জানালা


খোলা পথগুলি দেখাচ্ছে আমায় রেড কার্ড