বদ্ধজীব আমি
আজও নিজের থেকে নিজেকে
পারিনি উথীর্ন হতে
পারি না নিরাসক্ত থাকতে
জাগতিক বিষয়টাই পারি আকড়ে ধরতে


তাই আজও গামছাধারীকে
পারাপারের কড়ি দিই বেধেঁ
বিবাহের মন্ত্র আউড়ে যাই না বুঝে
শ্রাদ্ধে মৃৃতকে দেওয়া পিন্ড পরলোকে পার্সেল তাদের হাতে
ভগবানকে তুষ্ট করতে তাদেঁর বেধেঁ দিই চালকলা


নাহ্ এখনো পারিনি দৃষ্টিকে স্বচ্ছ করতে
একটি দিব্যচাহুনি আজও অধরা
পারি না মোটা জাগতিক দাগ
আর সুক্ষ্মবোধকে পৃথক করতে
তাই পারলাম নাা মুক্ত হতে