জন্মলগ্নে সদ্যজাতকে শিশু বলে
ব্যকরণ বলে শিশু উভয়লিঙ্গ


কিন্তু শিশু বড় হতে হতেই লিঙ্গভেদ বুঝতে শেখে
কন্যা হলে কান ফুটানো থেকে শুরু করে চুল বড় কর
বা পুতুলের সংসার সাজানো
তার ও পরে কর্মও কর্ত্তব্যের পৃথক শিক্ষা
---এসব পদ্ধতিতেই কন্যাশিশুকে গড়ে তোলা হয় নারী


অর্থাৎ সামাজিকতা দিয়ে আমরা নারী গড়ে তুলি
যাদের কেউ নারীমানুষ বলে না


অথচ
সোনার আংটি বাঁকা বা সোজা
যেভাবেই গড়ে তুলি না কেন
সমাজের চোখে পুরুষ মানুষ


বি:দ্র:----- মানুষ ব্যকরণ এ উভয়লিঙ্গের উদাহরণ
এটি কবিতা কি না জানি না তবে আমার ভাবনা ।