আমরা ভুলে যাই শিশুদেরও আছে মন
তাইতো তাদের মনকে উপেক্ষা করেই বলি
এটা অথবা ওটা করতেই হবে


তখনই শিশুমন নিজস্ব স্বত্বার দাবী করে
নিজের ইচ্ছা প্রকাশ করে
আর শেকড় জন্মায় স্বাধীনচেতনার


আমরা সতত জানি না যে
শিশুদেরও আছে আত্মমর্যাদা বোধ
জনসমক্ষেই তাদের ধমকে মুহুর্তে শুধরে দিতে চাই
ফলত শিশু আরও যেদী হয়ে ওঠে ক্রমশ


শিশুর খিদেবোধকে তোয়াক্কা না করে
পুষ্টি দুশ্চিন্তিত হয়ে হরেক রকম খাদ্য নিয়ে ছুটি
শিশু তখন বুঝে নেয়
তার জন্য সবাই


তাই সে হয়ে ওঠে বদ মেজাজি আত্মকেন্দ্রিক
সবাই এর জন্য সে হয় না
আসলে শিশুর চরিত্র আমরাই গড়ে তুলি


বি দ্র--- এটা কবিতার মত নয় কেবল ভাবনার প্রকাশ