আমি যদি অন্ধকারকে অস্বীকার করতাম
আলোকমুখী ফুল হয়ে উঠতাম
কর্তব্যচুতির রন্ধ্র দিয়ে অপরকে
বঞ্চিত করার মূল্যের বিনিময়ে আলো পেতাম
তবুও আলোর সন্ধান করে চলেছি ,
আজও এগিয়ে যাচ্ছে যৌবন পৌরত্বের দিকে


তোমার সেই "তুমি" মুর্তিটা দেখার সৌভাগ্যের দিন গুনছি
এই প্রতিক্ষার দিনের বোঝা বওয়া যে দুঃসহ হয়ে উঠেছে
তোমার আমার মাঝে সেই বোঝা
আজ দেওয়াল তুলে দাড়িয়েছে
দেওয়াল ক্রমশ চেপে ধরেছে
সংযমের নামাবলী আজ রিক্ত মরুভূমি


কর্তব্য বুদ্ধিটার সাধ্য কী ছিল তোমায় চেপে বসার
যদি তোমার কথা অমান্য করে তোমায় লুঠ করতাম
নিয়তির দিকে তাকিয়ে অপেক্ষা করেছি
অবশেষে "অপেক্ষা" টা হাস্যকর হয়েছে
তিল তিল করে তিলত্তমা হবার সাধনায় লেগেছি
বসন্ত দিনের মঞ্জুরি তুলে রেখেছি হিমঘরে
অপচয়ের মাত্রা কমিয়ে সঞ্চয় করতে লেগেছি
শেষে পাকা আপেলটা খাবো বলে পচিঁয়েই ফেলেছি


দিন ফুরিয়েছে ,,
জপের মালা হাতে নিয়ে চিররিক্ত হয়েছি
সবুর সইতে সইতে অনন্তকাল সবুর সয়েছি
পুড়েছি,,ছাই হয়েছি
আজ আমি আরতির বাজনা থেমে যাওয়ার পর কোলাহলহীন
------------------------মুর্তিহীন মন্দির