পুলিসের কাছ থেকে প্রশ্ন ঘটনাস্হল কোথায় ?
কোনো প্রমাণ আছে কি ?
আগে থেকে কোনো যোগাযোগ ছিল কি ?


আদালতে উকিলের প্রশ্ন
ঠিক কি ভাবে ঘটল ঘটনা ?
কোথা থেকে শুরু করেছিল মানে কোথায় কোথায়
হাত দিয়েছিল?


সাংবাদিকরা খবর খাওয়ানোর জন্য সুন্দর কথার জালে
কাব্যময় করে তোলেন ধর্ষিতার ধর্ষণ কাহিনী
আর সেই কাহিনী পড়ে বার বার কাল্পনিক ধর্ষণ হতে থাকে


আর সাধারণের প্রশ্নের শেষ নেই
ওই মেয়েটার ই কোনো দোষ ছিল নয়তো সবাইকে ছেড়ে ওকেই কেন ধরল?
নিশ্চয় স্বভাব চরিত্র খারাপ
পোশাক মনে হয় ভালো ছিল না ইত্যাদি ইত্যাদি


চুপিসারে বলে রাখি-------
এরাই মোমবাতি নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন
আবার এরাই ওই ধর্ষিতাকে দিনের বেলা অচ্ছুৎ মনে করেন আর রাতের অন্ধকারে সুযোগ খোঁজেন ..................


এর ও পরে কিছূ সাহসিনী লড়াই চালিয়ে যান
বছরের পর বছর আদালতের তারিখ এগোতে থাকে
বিচারকের পর বিচারক বদল হয়


তবু লড়াই থেমে থাকে না
সমাজ, সংস্কার আর আড়চোখের চাউনির উপেক্ষা করে
লড়াই চলতে থাকে