শেষ হয়েও হল না শেষ
একটা ধুসর রেখা সেতু হয়ে
ঝুলে রইল তোমার আমার মাঝে


প্রলভনের হাত এড়াতে
নিজের কাছে পালাতে চেয়ে
শেষে সখের কাটা খালে নিজেই তলিয়েছি


বারেবার নিজের কাছে পরাজিত হয়ে
নিজেকে দুর্লভ করার ছলনায়
ক্রমাগত নিজেকে সহজলভ্যই করেছি


আত্মপীরণ আর স্বজনপীরণের বাসনায়
প্রতিবার অভিমানের পসরা দেখিয়ে
ক্রমে অভিমানের অনুভুতিও হারিয়েছি


তোমার মানভঞ্জনের আবেগ আজ সাদামাটা
তাই অনুযোগের ভাষাটাও তালকাটা
ভাবিনি এমন করে কবে যেন তোমাকেই ভুলেছি


জানি সময়ের ব্যবধানে সব পুরাতন হয়
কতশত আবেগ ধুলি-ধুসরিত হয়
তবু আজও তুমি বলবে


আজও আছো আগের মতই ??????