নিঃসার্থ ভালোবাসি
প্রত্যাশাহীন ভালোবাসা
এসব কেবল ভালো ভাষা


আমি যার জন্য ভাবি
সেও আমার জন্য ভাবুক
আমি যার ভালো-মন্দের চিন্তায় উদ্বিগ্ন
সেও আমার জন্য উদ্বিগ্ন হোক
আমি যার দশর্নে ব্যকুল
সেও আমার দশর্নে উৎফুল্ল হোক


ওই যে বললে মনের মতন মানুষ পেলে না
আমিও যে পেয়ে হারালাম ,মন মানে না
আমিও যে হারালাম সে মূর্তীখানি
যার নগ্নতায় প্রশ্ন আসে না


পারলাম না ধরে রাখতে
আমার রক্তমাংসের সজীবতা দিয়ে
তাই নিজের দেহেই খুজে ফিরি
দেহাতীত অনন্ত প্রেমের সৌন্দর্য্য
অরূপ মূর্তিখানি গড়ে তুলতে চাই
পাথর কুদেঁ কুদেঁ


দুর থেকে শ্রদ্ধা করা
এতেও আছে আনন্দ সঞ্চিত
বিশ্বাসের মন্ত্রখানি পড়ার মাঝে আছে সুধার আস্বাদ
শ্মশানের শিব হয়ে ত্যাগের মাঝে ও আছে প্রাপ্তি


হেথা নয়,হোথা নয়,অন্য কোথা ,অন্য কোনখানে
জীবনের মূল্য কখনোই স্হিরিকৃত করা যায় না
মূল্যের রূপান্তর ঘটে
তাই আর ছুটি হলো না
ভূতের বোঝা বয়ে চলতে হবে
অনুভূতি গুলো মরতে ও মারতে