রাধা রাধা
তোর যে দুচোখ বাঁধা
আঁখি মুদেই দেখিস বংশীধারী
ভাবলি না একবার তুই সংসারী


রাধা তোর কপাল ভালো কৃষ্ণ তোরে ভজে
রাঙ্গা ললাট জেনেও সে তোর প্রেমিক সাজে
মোহিনী বাশীঁ বাজায় তোর ই আহবাণে
ও রাধা তোর ওই কপাল পায় কয়জনে ?


ওই সুদুর মথুরায় বসে বংশীধারী কানাই
রাজস্হানি আমি ভজন গাই
আমার প্রেম পুজার প্রেম অর্ঘ তার চরণে
এ হৃদয় সপেঁছি সব ভুলে মনে মনে


পর জনমে ইচ্ছা মোর রাধা হবো মুঁই
শুধুই শ্রদ্ধা আর স্নেহ নয়,, প্রেম তোমার চাই
পর জনমে হবো রাধা মুঁই
তাই তোমার পুজায় ভজন গেয়ে যাই