হে অন্ধকার, তুমিই মহান,
দিয়েছো আমাকে আলোর সন্ধান।
তোমার বুকে হারিয়ে গিয়ে,
শিখেছি কিভাবে নিজে দাঁড়ায় নির্ভয়ে।
হে আলো, তুমি কতই মূল্যবান,
দূর করেছো আমার অজ্ঞজ্ঞান।
তোমার ছায়ায় উন্মোচিত দ্বার,
যেখানে জেগে ওঠে সত্যের সংসার।
অন্ধকারে পেয়েছি ভয়, পেয়েছি ধৈর্য,
আলোয় পেয়েছি সাহস, পেয়েছি সর্বজ্ঞ।
তোমরা দুজন, বিপরীত সুরে,
একই জীবনের গান গাও দূরে-দূরে।
তবু যেই হই নিঃস্ব বা ক্লান্ত,
দুজনারই ঋণ আমি মানি নিঃশব্দ সন্ত।
তুমি যদি না থাকতে, হে রাতের কালো,
আমি কি জানতাম দিনের আলো?