প্রথম ভাগ: ক্রোধের আগুন

তুমি যদি ক্রোধের আগুনে আমায় জ্বালিয়ে দাও
ধ্বংসের জ্বালায় পুড়ে শেষ হবো আমি;
তবু মাথা নত করবো না—
শরীর হলেও ছাই হয়ে যাবে,
কিন্তু গর্ব আমার থাকবে অনন্তকাল।

দ্বিতীয় ভাগ: ভালোবাসা

তুমি যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও আমায়
প্রাণ বির্সজন দিতে করিব না কালক্রম;
তোমার সকল ক্ষুধা মিটিয়ে দিবে আমার প্রণয়—
আর আমি হয়ে যাবো তোমার চিরদাস।

তৃতীয় ভাগ: নিরপেক্ষতা

তুমি যদি নিরপেক্ষ থাকো
নিরপেক্ষ থেকেই তোমাকে ভালোবাসবো;
কোনো আকাঙ্ক্ষা ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই—
শুধু তোমার সান্নিধ্যে আমার জীবন হবে বিপন্ন তরু।

চতুর্থ ভাগ: চিরকালের প্রেম

তুমি যাই করো না কেন
আমি তোমাকে ভালোবাসবো চিরকাল;
কারণ তুমিই আমার জীবনের অর্থ—
তুমিই আমার ভাগ্য, তুমিই আমার স্বপ্ন।

ধ্বংস, ভালোবাসা, নিরপেক্ষতা—
সবকিছুর মধ্যেই তোমার জন্য আমার অমলিন প্রেম।
এই প্রেম অমর, অতুলনীয়, অনন্ত।