কোন এক শান্ত বৃষ্টি ভেজা দুপুরে
রেললাইনের কিনারা ধরে-
হাটতে ছিলাম আমি উদাস মনে।
হঠাৎ ক্যামেরার ক্লিকের শব্দশুনে
পিছনে ফিরলাম আমি রাগান্বিত হয়ে;
কর্কশ ভাষায় বলে উঠলাম "কে-রে শালা"?
ক্যামেরাম্যানের মুখের দিকে তাকিয়ে আমি অবাক হলাম
দেখলাম একটি হাসিমুখ চেয়ে আছে আমার দিকে
সে তো আর কেহ নয়,প্রাণের বন্ধু....
না বলে ক্লিক করার কারনে রেগে গিয়েছিলাম
তবে তার মায়াবী হাসির কাছে আমি হেরে গেলাম
পরিশেষে ছবিটি হ্রদপিঞ্জরে রেখে দিলাম।