বহুকাল ধরে চাতক পাখির মতো-
অপেক্ষায় আছি,শুধুই অপেক্ষায়!
দুটি হাত ধরে কানে কানে-
ভালোবাসি কথাটি বলার অপেক্ষায়;
গ্রীষ্মের তাপদাহে শত ক্রোশ হেঁটে
তোমার হাত থেকে জল পানের অপেক্ষায়;
বর্ষার জলধারায়-
দুজনে মিলে ভিজবার অপেক্ষায়;
শরতের কাশবনের অরন্যে-
দুজনে মিলে হারনোর অপেক্ষায়।


আজ শরৎ এসেছে
এসেছে মোদের হারনোর দিন
কিন্তু আজও তুমি আসনি
তাইতো অপেক্ষায় আছি-
শুধু তোমারি আগমনের অপেক্ষায়।