প্রশ্ন রেখেছিলাম স্বাধীনতা তোমার কাছে
হে স্বাধীনতা-
তুমি কি নিজে থেকে এসেছ
নাকি আমরা তোমাকে অর্জন করেছি?
যতবার তোমাকে এই প্রশ্ন টা করেছি
তুমি চুপ থেকেছ,
উত্তর দাওনি তুমি।
কিভাবেই বা তুমি উত্তর দিবে
তুমিতো নির্বাক।
তোমাকে যতবার প্রশ্নটা করেছি
তুমি অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থেকেছো আমার দিকে
কারন তুমিতো দেখনি সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধ।
সে সময়ে তোমার পিছনে ছুটে ত্রিস লক্ষ বীর বিসর্জন দিয়েছে তাদের প্রাণ,
দুই লাখ মা-বোন হারিয়েছে তাদের সভ্রম।
তুমি যদি এই নির্মম দৃশ্য দেখতে তাহলে আজ থাকতে না চুপ
মাথা তুলে দাঁড়িয়ে বলতে আমি নিজে থেকে আসিনি
তোমরা আমাকে অর্জন করেছ।
মাঝেমাঝে তোমাকে আমি প্রশ্ন করি,”আমরা কি স্বাধীন জাতি? ”
তুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাক আমাদের দিকে।
তখন তুমি মনে মনে ভাবো,কি করে তোমরা স্বাধীন জাতি?
তোমাদেরতো নেই স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার-
তাহলে কিভাবে আমি তোমাদেরকে স্বাধীন জাতি বলি?
মাঝেমাঝে তুমি চিৎকার করে বলো
তোমাদের রয়েছে একটি পতাকা ও ভুখন্ড
তোমরা শুধু আমাকে অর্জন করেছ
কিন্তু রক্ষা করতে পারোনি আমার সম্মান,আমার মর্যাদা।
যখন তুমি এ কথা আমাকে বলো তখন আমি চুপ হয়ে যাই
পারিনা আর ভয়তে তোমার সাথে কথা বলতে
কারন তোমার একথার পরে কথা বলার দুঃসাহস আমার যে নেই।