খোলসের অভ্যন্তরে আমি বড্ড ক্লান্ত
ছিঁড়ে ফেলো আমার সমস্ত আবরণ
খোলসের অন্তরাল থেকে আমায় মুক্ত করো।


সমস্ত সত্তাকে পাথরের মতো ভেঙে
ভালোবাসার সিমেন্ট দিয়ে পুনরায় গড়ে তোল।
বসন্তের কাঁচা হলুদ রং নিংড়ে;
নতুন কোমল  সত্তার চুনকাম করো
আমাকে নিজের মতো করে গড়ে তোল।


ঈশ্বরের মতো আমায় নিজ হাতে গড়ে তোল
সমস্ত অশরীরীর কালো ছায়া থেকে আমায় মুক্ত করো
ভালোবাসার পবিত্র আবীর মেখে  আবার রাঙিয়ে তোল।
কালো সত্তাকে রাঙিয়ে তোলার জন্য তোমাকে বড়ো প্রয়োজন,
তাইতো খোলসের আড়াল থেকে আমায় মুক্ত করো।