অবসন্ন অলস দুপুর নেমেছিল
বৃক্ষের ছায়ার ফাঁকে রৌদ্র হেসেছিল,
চারদিক নিস্তব্দ ছিল;
সেই নিস্তব্দতায় কুকুর ঘুমিয়েছিল
আনমনে পাখিও উঁচু ডালে ঝিমোচ্ছিল।
আমি এক সাধারন যাত্রী হয়ে
স্বপ্নভরা পথ পাড়ি দিচ্ছিলাম
সে পথে প্রচুর গাছ ছিল
সাথে গাছের ছায়া,
আরও ছিল পথিকের কাজল কালো চোখে
ভালবাসা মাখানো মায়া…