প্রিয়তমা,
তুমি যেয়ো নাকো শরতের কাশবনে একা
ওখানে যে আছে কাঁটা
তোমার কোমল পায়ে বিঁধবে যে সেই কাঁটা
তুমি তখন পাবে যে ব্যথা
তাইতো ওখানেতে তুমি যেয়ো না গো একা।
ভয় নেই তোমার প্রিয়তম
তুমি থাকতে আমি শরতের কাশবনে
যাবো না গো একা
কাশফুলের সাদা অরণ্যের মাঝে-
আমাদের দুজনাকে যাবে একসাথে দেখা।
বিঁধুক আজ পায়ে আমার কাঁটা,
আমি না হয় একটু পেলাম ব্যথা
অতঃপর অরণ্যের নির্জনতার মাঝে-
তোমায় আমি পাশে যে পাবো একা
ভুলিয়ে দেয়ার জন্য আমার সব ব্যাথা
তাইতো আমি আজ পায়ে বিঁধাবো কাঁটা
আমি শুনবো নাকো কারো কোন কথা
আমি পায়ে বিঁধাবো কাঁটা।