হে চাঁদ-
আজ তুমি খুব উজ্বল আলো দিচ্ছ
মেঘলা আভাকে ত্যাগ করেছ
কিন্তু একবার ও কি ভেবেছ আজ তাদের কথা?
তোমার আলোতে বসে যারা ঘর বাঁধার স্বপ্ন দেখেছে,
স্বপ্ন দেখেছে প্রিয়াকে আগলে রাখার
না,তুমি ভাবোনি আজ তাদের কথা।
তাদের স্বপ্ন গুলো আজ ভেংগে গেছে
কিন্তু তুমি তোমার রুপ নিয়ে আবার হাজির হয়েছ-
তাদের বেদনা গুলোকে আবার জাগিয়ে তুলেছ।
যদি তুমি আজ তাদের কথা ভাবতে
তাহলে আজ তুমি লুকিয়ে থাকতে,
মেঘলা আভায় নিজেকে আড়াল করে রাখতে।
তুমি নিষ্ঠুর,তুমি স্বার্থপর!!