আজ আমি একজন পথ শিশু
জীবনের জন্য নেমেছি কঠিন সংগ্রামে
অযত্নে আমি পড়ে থাকি-
ফুটপাত কিংবা রেলষ্টেশনে।


অবহেলিত এ পৃথিবীতে ছন্নছাড়া আমি
আমার কাছে জীবনটি আজ
বড্ড বেশি দামী।


দু’মুঠো ভাত জুটবে কিনা
এটা নিয়ে আজ আমার সংশয়
তোমাদের মতো আমারও আছে
বেঁচে থাকার অধিকার।


শুধু বাচার জন্য আমি চাই দু’মুঠো ভাত
তোমরা কি বাড়িয়ে দিবে সহোযোগিতার হাত?
কেন এমন হবে আজ আমার জীবন,
তোমরা কি করতে পারোনা আমায় একটু আপন?