এখন আর মন সায় দেয় না
তোমার ডাকে,
এখন আর অপেক্ষায় প্রহর কাটে না
পথ চেয়ে চেয়ে।
কিংবা পাড়ার মোড়ের চায়ের দোকানে দাঁড়িয়ে
চুমুকে চুমুকে চা খাওয়া আর
এক এক করে রিক্সার হুডের আড়ালে
তোমাকে খোঁজা,
হয়ে ওঠে না আর।


মন তবু'ও কাঁদে।
নিঝুম রাতে যখন টিভি'র আলো চোখ জ্বালা করে
আসে না ঘুম,
ডুকরে কেঁদে ওঠে মন।
ভাবি,
আবার শুরু হোক না সেই পথের বাঁকে
তোমাকে খোঁজার।


যখন মন বলে
এই তুমি সেই তুমি-
যে আমাকে নিঃস্ব করেছে প্রেমের ফাঁদে
চোখ ভরে আসে অশ্রু কণায়-
বিন্দু বিন্দু নোনা জল গাল বেয়ে কখনো বা গড়িয়ে পড়ে
ভিজিয়ে দেয় বালিশের কোণ।


ভালো লাগে না আর ভাবতে-
তোমাকে,
তবুও ভাবি-
হয়তো একেই বলে প্রেম।