আমি তার বাপেরে গিয়া কই-
-মাইয়াডারে দ্যান,
যতন করুম।
বাপে তার পাঁচ আঙ্গুল আসমানে তুইল্লা ছুঁইট্টা আইহা কয়-
-ফের যদি কস চাপড়াইয়া তর দাঁত ফালাইমু।
তহন আমি লুইট্টা মাটিতে দেই গড়াগুড়ি।
কইলাম আমি- নীল সাগর দিমু পাড়ি,
সুখ খুঁইজ্জা আনুম আমি
ভাঙ্গা নাউ দিয়া পাড়ি।
বাপের মন মমের মতন
গইল্লা গইল্লা ক্ষয়,
দুই হাত দিয়া ঝাপরাইয়া বুকের মাঝে লয়-
-কোন ভাইগ্য নিয়া মাইয়া জন্মাইছিল আমার
দিমু তুইল্লা তর হাতেই আমি, মিন মিনাইয়া কয়...!