এসো,
   আমার হাতটি ধর সন্ধিক্ষণে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো স্বপ্নের দেশে
           আদীম বসনে ।
লুকোবো ঐ ছোট্ট দু'পাহাড়ের আড়ালে
পাহাড়ের চুড়োয় বহমান ঝর্ণা ধারার
           সুধা নেব সঙ্গোপনে
মিষ্টি জলধারায় মেটাব মৃত্যু ক্ষুধা ।


এ পাহাড় থেকে ও পাহাড় চুঁড়ে
   ছুটবো দমকা হাওয়ায়
যেন হরিণীর ক্ষুধার্ত শাবক।
গহীন অনণ্যের শীতল গহ্বরে
    লুকোবো তোমায় নিয়ে
           নিবিড় আলিঙ্গনে
           জড়াবো তোমায়
লোক-চক্ষুর অন্তরালে ।