সূর্য ডোবার পালা-
দেখব বলে ঠায় দাঁড়িয়ে  রুপোলী বালুকা বেলায়
সমুদ্র পাড়ে পায়ের টাকুন অবধি নোনা জলে ডুবিয়ে
ছোট ছোট ঢেউ মাঝে-মাঝে হাঁটু জোড়াও এক পলক ছুঁয়ে যায়।  


আমি দাঁড়িয়ে অপেক্ষায় থাকি
কখন আসবে সন্ধ্যা নেমে
পশ্চিম দিগন্তের লালাভ মিলিয়ে
চারপাশ ছেয়ে আসবে আঁধার ঘনিয়ে।


আমি আঁধারের প্রেমে পড়েছি
পূর্ণিমা রাত আমাকে আর ব্যাকুল করে না
কিংবা আধভাংগা চাঁদ যখন আকাশে গোমড়া মুখে
আলোআঁধারি খেলার ছলে নিজেকে পরমোল্লসিত করতে
ব্যর্থ চেষ্টায় লিপ্ত থাকা দেখে মোহিত হতাম
সে বাসনাও আজ বিসর্জিত।


আঁধারকে নিয়েছি বেছে মনের অজান্তেই
ঠায় দাঁড়িয়ে তাই বালুকা বেলায় সূর্য ডোবার অপেক্ষায়।