আমি বাঙালি
একাত্তরের রক্তাক্ত প্রান্তর,বিজয়ের পাণ্ডুলিপি,
পড়ন্ত বিকেল থেকে আবির রাঙা গোধূলি,
রক্তিম সূর্যের নব উদয়ন,ঊষার সীমাহীন দিগন্ত
কৃষকের হৃদয় উদারতায়;
আমার অস্তিত্ব।


আমি বাঙালি
কালের অন্তরালে,সময় নির্বিশেষে
আমি ছিলাম, আছি এবং থাকব এই বাংলায়
হাজার বছরের গ্রাম বাংলা, তার সংস্কৃতি,জীবন যুদ্ধ
মাটি-মানুষ,হাসি-কান্না,সুখ-দুঃখ
মিলিয়ে আমার অন্তর, আবেগ ও অনুভূতি।


আমি বাঙালি
ভ্রান্তির ছলে কোন ভুল জন্মা নই
সিন্ধুর সভ্য আর্য বা ভারত বর্ষের সম্ভ্রান্ত মোঘল নই।
আমি এই বঙ্গ মাতার সন্তান,
ধুলি মাখা মেঠো পথ, কর্দমাক্ত দীর্ঘ মাঠ
আমার চির আবাস
আর অন্তর জুড়ে অহংকারের প্রতিধ্বনি,
"আমি বাঙালি; আমি গর্বিত,
আমি বাঙালি।"