জানি না মাগো কতটুকু ভালবাসি তোমায়
আমি ধন্য, আমারই জন্ম তোমারী মাতৃকায়।


ভাষা সৈনিক, মুক্তিগামী যোদ্ধাসহ
কত ফুল অকালে ঝরেছে
তবু তোমারী উচ্চশির নোয়াতে দেয়নি
প্রয়োজনে মরেছে, মেরেছে।


পরম সুখে আমরা উড়াচ্ছি
স্বাধীন দেশের স্বাধীন পতাকাখানী
যারা দেশের তরে তাজা প্রাণ
মৃত্যুর মুখে টেলে দিয়েছে
আমরা তাদের কাছে চির ঋণী।


আজ সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা বাংলাদেশ
আলোকিত আজ বিশ্ব দরবারে
বাধার দেয়াল ভেঙে ছারকার করেছে
জন্মভূমি গরিয়সি বুকে ধারণ করে।


হে বিশ্বপিতা করুনাময় প্রভূ
তোমারী কাছে একটাই ফরিয়াদ
যারা দেশ মাতৃকার টানে শহীদ হয়েছে
তাদের যেন ঠাই হয় সবোর্তম জান্নাত।