স্বাধীনতা মানে কি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব
হানাহানি মারামারি কোলাহল
স্বাধীনতা মানে কি প্রকাশ্যে বন্দুক যুদ্ধ
চির অশান্তি অবিচল।
স্বাধীনতা মানে কি দেশের উন্নয়ন দেখিয়ে
কোটি কোটি সরকারী রাজস্ব আত্মসাত করা
স্বাধীনতা মানে আইনী পক্ষে প্রতিবাদ করলে
মারণাস্ত্রের আঘাতে মারা যাওয়া।  
স্বাধীনতা মানে কি নেতার উঠানে দামিগাড়ি
বাসায় এয়ারকন্ডিশন
স্বাধীনতা মানে মন্ত্রীদের অল্প অসুখে
সরকারি খরচে যাওয়া আমেরিকা,
মালয়েশিয়া, লন্ডন।
স্বাধীনতা মানে কি ন্যায়ের বাদীর বিপক্ষে
উৎকোচ গ্রহণে এডভোকেট সাহেবের জেরা করা
স্বাধীনতা মানে কি গরিবের টাকা শোষণ করে
রাতারাতি দালান তোলা
স্বাধীনতা মানে কি
শ্রমিকের দালালির টাকা কর্তন করে
খালি হাতে ঘরে ফেরা।
একি আমাদের চাহিদা ছিল স্বাধীনতার ৪৩ বছর পরেও
ব্যর্থতা আমাদের থেকেই গেল ৩০ লক্ষ মানুষ মরেও।