জন্ম নিলে মরতে হবে
চিরন্তন সত্য মৃত্যু অবধারিত
কেন যেন মানুষ ভীত হয়ে
এত হয় চিন্তিত!


আমি যে একেবারেই চিন্তিত নই
তা বলতে পারব না বুকে হাত দিয়ে
আমার মনে হয় মৃত্যুকে অবরুদ্ধ করা যায়
শুধুই ভাল কর্ম দিয়ে।


মৃত্যুকে আলিঙ্গন করেনি
পৃথিবীতে এমন কেউ কি আছে?
কারো অকালে মৃত্যুর স্বাদ পেতে হয়
আবার কেউ তারঁই ইচ্ছায় বেশী দিন বাচেঁ।


মানুষ বাচেঁ তার কর্মের মধ্যে
যদি বয়সের মধ্যে নয়
স্বল্প পরিসরের জীবনে কেন অপকর্মে পা পাড়িয়ে
মৃত্যুকে জয় করতে এত ভয় হয়!


সব ধর্মই দেখিয়েছে মুক্তিরপথ
কৃষ্ণ বলেন, রসূল বলেন, বলেন যিশু, গৌতম বৌদ্ধ
তবে কেন আমরা ভুল পথে অগ্রসর হচ্ছি
পারছি না ভাল কর্মে মৃত্যুকে করতে অবরুদ্ধ।