যাদের নিজের ভাবি
তাদের খেয়াল রাখতে রাখতেই কখন যেন
নিজেদেরই বেখেয়াল করে ফেলি,
নিজেদেরই অনেকটা পাল্টে ফেলি নিজের অজান্তেই।
একসময়ের ভাললাগা-মন্দলাগা
অনেক সময় পর কেমন যেন পালটে যায়,
বদলে যায় কোন এক নিয়মে।


যতই খারাপ দিন আসুক, তারপরও
ভালো কিছুর অনিশ্চিত প্রয়াস
করেই
যায়
অনবরত।


যতই কষ্ট পায়,তারপরও
চেয়ে
থাকি
সুখের পথে...।


যতবারই আপন'রা ঘর ছেড়ে দেয়
ততবারই নতুন করে ঘর গড়ার স্বপ্ন দেখি।
আমরা মানুষ আসলেই বড় আশাবাদী।