এখনো মেঘলা আকাশ
গগনের গর্জনে কাঁপছে পৃথিবী,
বৃষ্টি ঝরবেই বলে
শুধু তোমার অপেক্ষায়।


এখনো সাজানো ঘর
তাকিয়ে আছে খোলা উঠোন,
তুমি আসবে বলে
খাঁচার ভেতর থেকে চেয়ে আছে
তোমার প্রিয় স্বজন।
আঁটো বারান্দায় আমার
এলো চুলে দুলছে শাড়ির আঁচল,
কপালে লাল টিপ চোখে কাজল
আর মনে আষাঢ়ে শ্রাবণ ঢল।


তুমি আসবে বলে
এখনো দাঁড়িয়ে আমি
অদেখা মনে নিয়ে অশ্রুজল।