: ঘুমের মধ্যে :
ঘুমের মধ্যে হঠাৎ দেখি, কেউ এসেছে পাশে ।
           হাতে তার গোলাপ ফুল , মুখে  হাসি আছে ।
আমার পাশে  হটাৎ করে ,  বসে পড়লো সে  ।
           তাকিয়ে দেখেই  চমকে গেলাম ,  ও !  এ আবার কে ?
হাতে  শাঁখা , সিঁথিতে সিঁদুর, মুখে লাবণ্যে র ভাব !
            আগের মতন নেইকো সে যে , বদলে গেছে স্বভাব ।
চিনতে পারা  বড়োই কঠিন , বিশ বছর বাদে  ।
           প্রথম তারে দেখলাম আমি , এই অপরূপ সাজে  ।
বদলে গেছে অনেক কিছু , বদলে গেছে সময় ।
                  বদলে গেছে হাসি যে তার , বড়ই মায়াময় !
আমার হয়তো দৃষ্টি শক্তি ,আগের মতন নেই ।
         ঝাপসা চোখে তার হাসি টাই , লাগলো আমার বেশ !
কানের মধ্যে  আওয়াজ পেলাম , কেমন আছো তুমি ?
        উত্তর দিতেই ভুলে গেলাম, তাকিয়েই ছিলাম আমি ।
কি জানি সে কতক্ষণ , জিজ্ঞেস আমায় করলো ।
            মনে নেই ভালো করে , চোখটা যখন খুল লো ।
হয়তো বা সে ডাকতে ডাকতে , চলে গেছে বোধহয় ।
          ঘুম ভাঙতেই বুঝতে পেলাম , স্বপ্নের মধ্যে ছিলাম ।
                                                                     অপরজন