---------------  অন্ধকারের যাত্রী আমি-----------------
অন্ধকারে চলছি আমি, বহু বছর........ ধরে ।
অন্ধকারে চলে চলে, অন্ধকার......গেছে আমার সয়ে ।
চলতে চলতে হোঁচট খেয়ে , থামি নাকো আমি ।
পা ছঁড়়ে যায় , রক্ত বের হয় , তবু চলতে  থাকি আমি ।
এমন ভাবে  চলতে চলতে , একদিন আলোর দেখা পাবো ।
আজ না হয় , কালকে আমি , আলোয় ঢেকে যাবো  ।
এই আশাতে ই  বুক বেঁধেছি ,পণ করেছে মন ।
আলোর খোঁজে চলছি আমি , চলছি সারাক্ষণ ।
আমার কাছে নেই তো কিছু , নেই তো আমার ধন ।
আলো দেখে..ই  ক্ষান্ত হবো , এই পণ করেছে মন ।
আমার মতন চলছে ওরে , শত শত লোক ।
কে আগে যায় ,কে আগে যায় , লড়ছে সারাক্ষণ ।
লড়াই করা বৃথা ওরে ,লড়াই করা বৃথা ।
যত টুকু আছে লেখা , পাবে ই তারা সেটা ।
আমার, বেশি আলোর নেই প্রয়োজন , অল্প একটু চাই ।
কবে পাবো সেই আলোটা , ভাবছি আমি তাই ।
অন্ধকারে চলছি আমি, বহু বছর........ ধরে ।।।।।।।
                                              { অপরজন }