যেটুকু সময় ছিল আমার হাতে, নির্নিমেষে
আমি ভালোবেসে বেসে তার সবটুকু
দারুন সদ্ব্যবহার করেছি, অলসতা করিনি
আমায় কেউ এমন দন্ডে তাই কিছুতেই
দন্ডিত করতে পারে না, আমি কিছুই করিনি এ জীবনে...


সূর্য উঠেছে তোমায় ভালোবেসে, ডুবেছেও একইভাবে,
সমুদ্র ও আগ্নেয়গিরির গভীর গোপনে
গাছের পাতায় ও পথের ধুলোয়, নির্জন কাঁশবনে
আমার ভালোবাসার অনু পরমানু থেকে যাবে, থেকে যাবে...


আমার হাতে এখন অফুরন্ত সময়
আমি তাই তোমাকে নিয়ে বাসর সাজাই
প্রতিদিনের প্রতিটি ক্ষণে, অহর্নিশি প্রিয়তম,
অতলান্তিক সাগরের নীলে তোমাকে ভালোবাসি, ভালোবাসি


যা কিছু পেয়েছি, না পাওয়ার চেয়ে তা ঢের ঢের বেশি
তোমাকে ভালোবেসে একদিন দেউলিয়া হতে চেয়েছিলাম
অথচ এই এক জীবনের ভালোবাসায় বুঝলাম
ভালোবেসে কেউ কোনদিন দেউলিয়া হয়না...


কিছু না কিছু তার কপালে জুটবেই,
যেমন আমার জুটেছে এক মহাকাল 'তুমি'
আমার হাতের সমস্ত সময়ে তোমাকে,
আদিগন্ত ভালোবেসে যাবো, ভালোবেসে যাবো
কিছুতেই এ ভালোবাসার শেষ হবেনা, শেষ হবে না
শেষ হওয়ার মত কোন ফুরসতই যে হবে না, হবে না...



_______________________________
জীবনে দুঃখী হয়ে ওঠার রহস্য হলো...
আপনি সুখী না দুঃখী ভাবতে পারার মত সময় থাকা।
- জর্জ বার্নার্ড শ'