বাড়ির পথে হেটে যাই,
যখন দিনের শেষ /
হৃদয়ে আমার মেখে থাকে
প্রিয়তির আবেশ /
ওকি শুধু দ্বিপ্রহরের
একটুখানি সুখ? /
ওকি শুধু আনন্দময়,
সুপরিচিত মুখ /
সে আমার অথবা নয়
কিইবা যায় আসে! /
সে আমার একচিলতে
আনন্দ দিনশেষে /


যা চেয়েছি তারও অধিক
প্রাপ্তি স্বীকার ক'রে /
কোনো এক নুতন দিনে
সবার অগোচরে /
আমি দেবো দুহাতে তার,
আমার যা সঞ্চয় /
প্রিয়তি আমার ব্যথার সাথী,
অসীম আনন্দময়....


বন্ধু হও সুখী /
অনাদি প্রেমের সূর্যালোকে
অবাক সূর্যমুখী...


আচ্ছা এই তবে প্রেম,
এই তবে মন উতল /
যে প্রেমে স্থির থাকে
ঝিলাম নদীর জল................…...............